ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবের

ঢাকা: বরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব আবদুল মালেক।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পৃথক পৃথক শোকবার্তায় তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু সকালে নিজের বাসায় অসুস্থ বোধ করার পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় এই ব্যান্ড তারকার মৃত্যুতে দেশের সংগীত জগৎ তথা সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।