ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১৩ গাইবান্ধা।

এর আগে বুধবার (১৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার পলিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আজাদ মিয়া (৪০), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আতাউর রহমান (১৮) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দাড়িকামারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক অাসামিরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পিকআপ ভ্যানে করে ফেনসিডিল বিভিন্ন জেলায় সরবরাহ করতো।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।