ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
না’গঞ্জে দুই মাদকবিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিরাজউদ্দৌলা রোড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুই মাদকবিক্রেতা হলেন- ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত সরব উদ্দিনের ছেলে আব্দুর কাদির (৩৫) ও রেলওয়ে স্টেশন সুইপার কলোনির মৃত রাজুর ছেলে শ্রীনু (৩৫)।

র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পরিচালক মো. বাবুল আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিরাজউদ্দৌলা রোড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ বোতল দেশীয় অ্যালকোহল, মাদকবেচার নগদ আট হাজার ৪৩০ টাকা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।