ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৪ কেজি গাঁজা আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
না’গঞ্জে ৪ কেজি গাঁজা আটক ২ ডিবি পুলিশের হাতে আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার আলেকের ছেলে নূরুল ইসলাম নুরু (৫৪) ও একই উপজেলার সাধনের ছেলে রাজু (৩৫)।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে আটক দুই মাদকবিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলাম নুরু ও রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।