ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশু-কিশোররা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন।

 

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। এর আগে কাটা হয় জন্মদিনের কেক।  

দুপুরে জেলা শিশু একাডেমির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায়ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।  

এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। এতে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।  

পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।