ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই নিহত

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কামরুল ইসলাম জেলার কালকিনি থানায় কর্মরত ছিলেন।

তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে কালকিনি থেকে মুকসুদপুর যাচ্ছিলেন এএসআই কামরুল ইসলাম। পথে বড় ব্রিজ এলাকায় এলে তার মোটরসাইকেলের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।