ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তালায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
তালায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ বিশ্বজিত মণ্ডল (৪২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মণ্ডল খলিলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি খলিলনগর গ্রামের মৃত নিমাই মণ্ডলের ছেলে।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে খ‌লিলনগরের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-৬ এর কমান্ডার লে. ক‌র্নেল জাহিদুল কবির বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় ইউপি সদস্য মণ্ডলকে তার বাড়ির সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।