ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘মায়ের বিদায় বড়ই বেদনার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
‘মায়ের বিদায় বড়ই বেদনার’ প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে আবারও কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। তবে মায়ের বিদায় মেনে নিতে পারছেন না ভক্তরা। তারা বলছেন 'মায়ের বিদায় বড়ই বেদনার'। 

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ওয়াইজঘাটে ভক্তরা বাংলানিউজকে এমনটাই জানান।

রজিত কুমার নামে এক ভক্ত বলেন, চারদিন পূজার পর মাকে বিদায় জানানো সত্যিই কষ্টের।

আমরা মায়ের কাছে অনেক কিছু চেয়েছি। আজ মা আমাদের পর করে চলে গেলেন।

রতন নামে অপর ভক্ত বলেন, মাকে বিদায় দিচ্ছি এটা মানতে পারছি না। তবুও বিদায় দিয়েছি। তবে এক বছর পর আবারও মা আমাদের মধ্যে ফিরে আসবেন।

এর আগে ৩টার পর পরই বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন ওয়াইজঘাটে। বাদ্য আর আরতির মাধ্যমে বিসর্জন দেওয়া হয়। শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।