ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে শ্রিংলার শুভেচ্ছা বিনিময়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
রাষ্ট্রপতির সঙ্গে শ্রিংলার শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। 

শুক্রবার (১৯ অক্টোবর) বঙ্গভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য  জানা গেছে।

সূত্র জানায়,  হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য আয়োজিত এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম  অতিথিদের অভ্যর্থনা জানান।  

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।