ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মগড়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
মগড়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে লিজা আক্তার (০৯) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

লিজা আক্তার উপজেলার বাগজান গ্রামের শাহ্জাহান মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে হিরা মণি (১১)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে বাড়ির কাছে নদীতে গোসল করতে নেমে ওই দুই শিশু নিখোঁজ হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।