ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মগড়া নদীতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
মগড়া নদীতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হিরা মণি (১১) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর নদী থেকে হিরা মণির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নদী থেকে লিজা আক্তার নামে নয় বছরের একশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিজা উপজেলার বাগজান গ্রামের শাহ্জাহান মিয়ার মেয়ে ও হিরা মণি একই উপজেলার সেলিম মিয়ার মেয়ে।

এরআগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বাংলানিউজকে জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় শিশু দু’টির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।