ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের নতুন জোট, মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
শ্রমিকদের নতুন জোট, মজুরি ১৬ হাজার টাকা করার দাবি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত অতিথিরা/ছবি- শাকিল

ঢাকা: দেশের ট্রেড ইউনিয়নগুলোর জাতীয় মঞ্চ ‘শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলন’ আত্মপ্রকাশ করে প্রথমবার আন্দোলনে নেমেছে।

বর্ষীয়ান শ্রমিক নেতা মনজুরুল আহসান খানের সভাপতিত্বে এই জোট শনিবার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে।

তিনি বলেন, সরকার মালিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের অধিকারগুলো হরণ করে চলেছে।

এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে ‘শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলন’ গঠিত হয়েছে।

১৯৮২ সালে সামরিক শাসনামলে শ্রমিকদের জোট স্কপ গঠিত হলেও পরবর্তীতে বৃহৎ সংগঠনে রূপ নেয় জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের শোষণ-বঞ্চনা বন্ধ না হলে পূর্বের সেই অবস্থার সৃষ্টি হবে।

সমাবেশ থেকে শ্রমিক স্বার্থ বিরোধী সব আইনকানুন বাতিল, শ্রমিক স্বার্থে আইএলও কনভেনশন বাস্তবায়ন, ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘাষণা, শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

নতুন জোটের সদস্য সচিব হারুনার রশীদ ভুইয়া, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হেসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।    

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।