ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
যশোরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট আটক

যশোর: যশোরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক সম্রাট আমির আলীকে (২৪) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে যশোর শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমির আলী শহরের নাজির শংকরপুর এলাকার মান্নান আলীর ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আমির আলীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৩ সালে আমির আলী খুলনা সদর থানার মাদকের একটি মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।