ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিজের কর্মেই বেঁচে থাকবেন জগলুল আহমেদ চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
নিজের কর্মেই বেঁচে থাকবেন জগলুল আহমেদ চৌধুরী সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর আর্ন্তজাতিক বিশ্লেষণধর্মী লেখনী তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আর্ন্তজাতিক বিশ্লেষণধর্মী লেখা খুবই জটিল। তার বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা ছিলো। কিন্তু তিনি দেশের স্বার্থ রক্ষা করে সাবলীলভাবে লিখেছেন।

শনিবার (২০ অক্টোবর) রাজধানী সিরডাপ মিলনায়তনে স্মৃতি ট্রাস্ট আয়োজিত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনীতি ও কূটনীতি সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে আর্ন্তজাতিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন কিংবা কলাম লেখা সহজ নয়।

সেকারণে তিনি নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত শানিত করেছেন। বিশ্লেষণ করার ক্ষমতা ছিল তার বড় গুণ। তীক্ষ্ণ  মেধার প্রকাশ ঘটাতে তিনি ছিলেন অনন্য।

স্পিকার বলেন, ‘নির্বাচিত কলাম’র সংকলন একটি অমূল্য জ্ঞান ভাণ্ডার। জগলুল আহমেদ চৌধুরী এই কলাম সংকলন এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি অনন্য প্রেরণার উৎস হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন।

জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এবছর থেকে ফেলোশিপের সিদ্ধান্ত নিয়েছে। যা অত্যন্ত সময়োপযোগী। এ ফেলোশিপ তরুণ সাংবাদিকদের এ পেশায় আসতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় স্পিকার সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের সভাপতি ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।