ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ইয়াবাসহ পৌর কাউন্সিলর ও ২ সহোদর আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
মধুপুরে ইয়াবাসহ পৌর কাউন্সিলর ও ২ সহোদর আটক আটক পৌর কাউন্সিলর ও দুই সহোদর আটক

মধুপুর( টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা ট্যাবলেটসহ মধুপুর পৌরসভার এক কাউন্সিলর ও দুই সহোদরকে আটক করা হয়েছে।

তারা হলেন- মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া (৪০) এবং দুই সহোদর দেলোয়ার হোসেন (৩৫) ও  হাবিবুল্লাহ (৩২)।

শনিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ ওই কাউন্সিলকে আটক হয়।

এসময় তার কাছে ৩০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এর আগে একইদিনে বিকেলে উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন এলাকার চাকন্ড মূলবাড়ী গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় ওই দুই সহোদরকে আটক করে পুলিশ। আটক দেলোয়ার ও হাবিবুল্লাহ  মধুপুর চাকন্ড মূলবাড়ী  গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। আটক হওয়ার সময় দুই সহোদরের কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।  

তাদের বিরুদ্ধে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পৌর কাউন্সির আলমগীরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।