ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ব্যারিস্টার মইনুলের কুশপুতুল দাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
খুলনায় ব্যারিস্টার মইনুলের কুশপুতুল দাহ ব্যারিস্টার মইনুলের কুশপুতুল দাহ। ছবি: বাংলানিউজ

খুলনা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় খুলনায় ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ কুশপুতুল দাহ করা হয়।

আওয়ামী লীগ খুলনা সদর থানার শাখার উদ্যোগ এক প্রতিবাদ সমাবেশে মইনুলের কুশপুতুল দাহ করেন দলের নেতাকর্মীরা।

এ সময় তারা মইনুল হোসেনকে গ্রেফতার, গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করাসহ বিভিন্ন দাবি জানান।

আওয়ামী লীগ খুলনা সদর থানা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, কৃষক লীগ মহানগর সভাপতি শ্যামল সিংহ রায়, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, জামাল উদ্দিন বাচ্চু, শ্রমিক লীগ মহানগর সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ রনো প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক মাসুদা ভাট্টি সম্পর্কে কটূক্তিকারী এক-এগারোর অন্যতম কুশীলব ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এসময় ব্যারিস্টার মইনুল হোসেনকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে যে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কি না?’ এর জবাবে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি ‘চরিত্রহীন’ বলে আমি মনে করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।