ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
রূপগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) ভোরে মরদেহ উদ্ধার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব জামে মসজিদের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে রাতে ডাকাতির মালামাল ভাগাভাগী নিয়ে একপক্ষ ওই যুবককে হত্যার পর ফেলে রেখে পালিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ইনচার্জ রফিকুল।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।