ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
নাটোরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নাটোর: নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস প্রামাণিক (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (২১ অক্টোবর) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল ওই গ্রামের মৃত শফি প্রামাণিকের ছেলে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সকালে মাছ ব্যবসায়ী আব্দুল রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।