ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দোহারে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ২

দোহার, ঢাকা: ঢাকার দোহার উপজেলায় তানজিল ওরফে তামিমা (১৫) নামে এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দোহার পৌরসভার বানাঘাটা এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তামিমা বানাঘাটা এলাকার নূর ইসলামের মেয়ে।

সে ওই এলাকার রিপন শরীফের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।

এ ঘটনায় পুলিশ পার্শ্ববর্তী উত্তর বানাঘাটা গ্রামের সোনামিয়ার ছেলে জিয়াউল (৩৮) ও একই গ্রামের হাসেম পত্তনদারের ছেলে শাহজাহানকে (৪৫) আটক করেছে পুলিশ।

রিপন শরীফের স্ত্রী রিমা আক্তার বাংলানিউজকে বলেন, সকাল ৯টার দিকে তামিমা বাড়ির পাশে ক্ষেতে বেগুন, মিষ্টি কুমড়া তুলতে যায়। তার ফিরতে দেরি হওয়ায় আমি সেখানে যায়। এরপর একটি ধনচে ক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখে আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, পাশের ক্ষেতে ধনচে কাটতে থাকা জিয়াউল ও শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের উত্তর অসঙ্গতি হওয়ায় দুইজনকে আটক করা হয়। পরে জিয়াউলের বাড়ি থেকে রক্তমাখা লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, তামিমার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।