ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ ১ নভেম্বর, সম্মতি নিয়ে তফসিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ ১ নভেম্বর, সম্মতি নিয়ে তফসিল ইসির লোগো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্মতি নিতে ১ নভেম্বর সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিকেল ৪টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এর আগে ইসি থেকে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে এখনো সময় পাইনি। সময় পেলে বৈঠকে আমরা সম্মতি নেবো। তফসিল ঘোষণার জন্য আরেকটি কমিশন বৈঠক করা হবে। সেখানেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে ইসি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

সম্প্রতি হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

এদিকে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্পন্ন হতে পারে।

প্রতি সংসদ নির্বাচনের আগেই রাষ্ট্রপতির সম্মতি নেয় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।