ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতর আলী (৫২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরিফুল ইসলাম (২৭) নামে অপর এক শ্রমিক। 

রোববার (২১ অক্টোবর) দুপুরে ওই উপজেলার জয়রামপুর বাজারে বাড়ির নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আতর আলী ভেড়ামারা উপজেলার ৩ নম্বর ব্রিজের বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

আহত আরিফুল একই এলাকার মুফাজ্জেল হোসেনের ছেলে।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, নির্মাণ কাজ করার সময় বাড়ির ছাদে রড তুলতে গিয়ে অসাবধানতায় বৈদ্যুতিক মেইন লাইনের তারে সংযোগ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক আতর আলী। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আহত হন আরিফুল নামে অপর এক শ্রমিক। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।