ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর এক্সপ্রেসের ৪৫ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
রংপুর এক্সপ্রেসের ৪৫ যাত্রীর জরিমানা রেলযাত্রীদের জরিমানা করা হচ্ছে

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের ৪৫ যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-রংপুর রেল রুটে কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লালমনিরহাট-ঢাকা রেল রুটে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা করে কাউনিয়া পর্যন্ত  বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এসময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৫ যাত্রীর কাছ থেকে ৮ হাজার ৯শ’ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। নিয়মিত চেকিং অভিযানের কারণে টিকিট বিক্রি বাড়ছে এ রুটে।  

আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।