ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রথম দিনে সংসদে ৬ বিল উত্থাপন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
প্রথম দিনে সংসদে ৬ বিল উত্থাপন

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনেই ৬টি নতুন বিল উত্থাপিত হয়েছে। এছাড়া একটি বিল পাস হয়েছে।

এরমধ্যে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮ উত্থাপন করে ২৪ ঘণ্টার মধ্যে বিলের ওপর আলোচনা করে সংসদে রিপোর্ট দেওয়ার অনুমোদন চান শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু।  

এছাড়া দু’টি বিল উত্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

একটি করে বিল উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোববার (২১ অক্টোবর) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব বিল সংসদে উত্থাপিত হয়। পরে অধিকতর পরীক্ষ-নিরীক্ষার জন্য বিলগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

জনগুরুত্বপূর্ণ এসব বিলের মধ্যে রয়েছে- সরকারি চাকরি বিল ২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিল ২০১৮, বাংলাদেশ শিশু একাডেমি বিল ২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ ও মৎস্য সঙ্গনিরোধ বিল ২০১৮। এছাড়া বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ পাস হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসএম/এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।