ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
মুলাদীতে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: 'স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট' স্লোগানে ব‌রিশা‌লের মুলাদী উপজেলায় রাজমিস্ত্রীদের নিয়ে রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ অক্ট‌োবর) রাতে মুলাদী উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সভার আয়োজন করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষ।

মুলাদী উপ‌জেলার ডিলার ও মেসার্স ঝিবান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. দুলাল চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কিং ব্রান্ড সিমেন্টের এজিএম (সাউথ উইং) খন্দকার তাজরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন কিং ব্রান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ, উদ্দিন, কিং ব্রান্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার খান মো. ফয়সাল পার‌ভেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মুলাদীর উপ-সহকারী প্রকৌশলী মো. রৈইচ প্রমুখ।

স্থানীয় রাজমিস্ত্রিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে কিং ব্রান্ড সিমেন্টর গুণগত মান, ‍উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।  

এছাড়াও রাজসভা শেষে উপস্থিত সব রাজমিস্ত্রীদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় এবং অনুষ্ঠানে আগত নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, অ‌ক্টোবর ২৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।