ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শুইচি আইওয়ানামিকে জাপান দূতাবাসের অভ্যর্থনা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
শুইচি আইওয়ানামিকে জাপান দূতাবাসের অভ্যর্থনা  জাপান কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল শুইচি আইওয়ানামি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাপান কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল শুইচি আইওয়ানামিকে অভ্যর্থনা জানিয়েছে জাপান দূতাবাস। ঢাকার জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।  

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪তম এশিয়ান কোস্ট গার্ড এজেন্সির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন শুইচি আইওয়ানামি। গত ২৩ অক্টোবর এ সম্মেলন শুরু হয়েছে।

চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীসহ এশিয়ার বিভিন্ন দেশের কোস্ট গার্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি বলেন, এশিয়ান কোস্ট গার্ড এজেন্সির শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে এ অঞ্চলে সমুদ্রে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।