ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মইনুল হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহে ২টি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
মইনুল হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহে ২টি মামলা সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহে ৫২০ কোটি টাকার পৃথক দুইটি মানহানি মামলা হয়েছে।
 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকট সালমা ইয়াসমিন।

মামলায় বাদী খালেদা খানম ৫০০ কোটি ও অ্যাডভোকেট সালমা ইয়াসমিন ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।

মামলার বাদীরা জানান, ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। যা নারী সমাজের জন্য অপমানজনক ও মানবাধিকার লঙ্ঘন। এ কারণে তারা মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।