ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-না’গঞ্জ লিংক রোডে ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ঢাকা-না’গঞ্জ লিংক রোডে ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে শহরের ১০০শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে বুধবার (২৪ অক্টোবর) রাতের কোনো এক সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিটির মৃত্যু হয়। পরে মরদেহের ওপর দিয়ে একাধিক যানবাহন চলে যাওয়ায় সেটি ছিন্নভিন্ন হয়ে যায়।

এতে মরদেহটি পুরুষের বোঝা গেলেও মুখ-মণ্ডলসহ দেহের কিছুই স্পষ্ট হয় না।

নিহত ব্যক্তির হাত ও পরনের জামা-কাপড় দেখিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।