ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির জন্যই রাজনীতিতে প্রভাব ফেলবে ঐক্যফ্রন্ট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
বিএনপির জন্যই রাজনীতিতে প্রভাব ফেলবে ঐক্যফ্রন্ট  অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: বাংলানিউজ

সিলেট: বিএনপির সঙ্গে জোট করে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার মন্তব্যকে ‘মুনাফিকি’ বলে অভিহিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিএনপি আছে বলেই ঐক্যফ্রন্ট দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে। তবে নির্বাচনে আওয়ামী লীগ-ই জিতবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীরবর্তী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী মুহিত বলেন, ঐক্যফ্রন্টে থাকা দলগুলো এরই মধ্যে জনগণের কাছে অকার্যকর প্রমাণিত হয়েছে।

আর সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক- আমার উন্নয়নের কথা স্বীকার করতেই হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর আব্দুল মুনিম, রেজওয়ান আহমদ, সিকান্দর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

নগরের সার্কিট হাউজের সামনে থেকে সুরমা নদীর তীর ঘেঁষে কালীঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাঁও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ করছে সিটি করপোরেশন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।