ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২১ দিনে বরিশালে ৯০২ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
২১ দিনে বরিশালে ৯০২ জেলের কারাদণ্ড ইলিশ (ফাইল ফটো)

বরিশাল: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের ৬ জেলায় ৯০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ১৬ লাখ ৭৭ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিভাগীয় মৎস কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

আজিজুল হক জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১ দিনে বরিশালের ৬ জেলায় ৯০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ৭ হাজার ৫৩ কেজি ইলিশ ও প্রায় ২৮ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর থেকে শনিবার (২৭ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত বিভাগের ৬ জেলার মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৭৬৮ টি অভিযান ও ৯১৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৮৬৮টি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।