ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু দগ্ধ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু দগ্ধ দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর গোপালপুর হাজীপাড়া এলাকায় একটি তিন তলা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু দগ্ধ হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে ওই এলাকার ফিরোজ দেওয়ানের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।  

দগ্ধরা হলো- টঙ্গীর গোপালপুর হাজীপাড়া এলাকার ফিরোজ দেওয়ানের ছেলে অনিক (৯)।

বাবলু মিয়ার ছেলে রাকিব (৮) ও মিসকিন আলীর ছেলে জিহাদ (১০)।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ মিয়ার তিন তলা বাড়ির ছাদে খেলা করছিল অনিক, রাকিব ও জিহাদ। এক পর্যায়ে তারা ওই বাড়ির ছাদের পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তিন শিশুকে দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়।  

দগ্ধ অনিকের চাচা ফরহাদ দেওয়ান জানান, অনিক, রাকিব ও জিহাদ ছাদের উপর খেলা করছিল। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮ 
এজেডএস/আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।