ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় পরিবহন শ্রমিক-বরযাত্রী সংঘর্ষে আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
বড়লেখায় পরিবহন শ্রমিক-বরযাত্রী সংঘর্ষে আহত ৮ সংঘর্ষে আহতরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিবহন শ্রমিক ও বরযাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বড়লেখা ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সংযোগস্থল কানলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  

বরযাত্রীদের মধ্যে আহতরা হলেন- আব্দুল আউয়াল, আব্দুল হক, আবুল কাসেম, জহিরুল হক।

তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

অপরদিকে, আহত পরিবহন শ্রমিককের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামের একজনকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কানলী ব্রিজ এলাকায় শাহবাজপুর থেকে বিয়ানীবাজারের আলীশা কমিউনিটি সেন্টারে যাওয়ার পথে বরযাত্রীদের গাড়িবহর আটকে রাখেন পরিবহন শ্রমিকরা। এ সময় বর পক্ষ পরিবহন শ্রমিকদের গাড়ি ছেড়ে দিতে অনুরোধ করেন। একপর্যায়ে কেউ একজন ঘটনার ভিডিও করতে গেলে বাক-বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পেয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।