ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নলডাঙ্গায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার ককটেল।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী গ্রামে আওয়ামী লীগের স্থানীয় একটি অফিস থেকে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ্য তিনটি বস্তু ও একটি আতশবাজি উদ্ধার করা হয়েছে।

রোববার দিনগত (২৮ অক্টোবর) দিনগত রাতে এসব উদ্ধার করে পুলিশ। তবে কারা কি উদ্দেশ্য এসব বস্তু ঘটনাস্থলে রেখেছিলেন কেউ বলতে পারেননি।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলিনিউজকে বলেন, উদ্ধার হওয়া লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ্য তিনটি বস্তু ও একটি আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া এগুলো আদৌ ককটেল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, কেউ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমনটি করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।