ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন  আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: বাংলানিউজ

ঢাকা (সাভার): আশুলিয়ায় জমি জবর দখলের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ৮টায় আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী কয়েকটি পরিবার।  

তাদের অভিযোগ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লা চৌধুরী ‘সন্ত্রাসী’ কায়দায় জমি দখল করেছেন।

এ ঘটনায় তারা স্থানীয় থানায় মামলাও করেছেন।  

সংবাদ সম্মেলনে দ্য কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেডের চেয়ারম্যান কাজী মহিবুর রব বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র ও এর প্রধান পৃষ্ঠপোষক ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি রাজনৈতিক দলের নীতিনির্ধারক। তিনি বিগত বিএনপি সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আমাদের কারখানার সম্পত্তি গ্রাসের পায়তারা করে আসছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ সময় জমি দখলের দাবি করে এর পক্ষে বেশকিছু কাগজপত্র উপস্থাপন করেন ভুক্তভোগীরা।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দি কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেডের নির্বাহী পরিচালক শাকিরুল আলম, সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, আমিনুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট আমীর হোসেন চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।