ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সবুজবাগে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও বেগুন বাড়ি এলাকা থেকে রাশেদ (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণগাঁও বেগুন বাড়ি এলাকার একটি খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবুগবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণগাঁও বেগুন বাড়ি এলাকা থেকে রাশেদ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাশেদ সিএনজিচালিত অটোরিকশা চালক। তার বাড়ি গাইবান্ধা জেলায়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এজেডএস/ওএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।