ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুরমা তীরের স্থাপনা সরাতে ১০ দিনের আল্টিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সুরমা তীরের স্থাপনা সরাতে ১০ দিনের আল্টিমেটাম পাবলিক টয়লেট ভেঙে তা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়

সিলেট: হাঁটাচলার রাস্তা নির্মাণে সুরমা নদীর তীরের স্থাপনা সরাতে ব্যবসায়ীদের ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (৩১ অক্টোবর) সিলেট সার্কিট হাউসের সামনে থেকে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজের উদ্বোধন শেষে বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

ভিত্তিপ্রস্তরের মাত্র পাঁচদিনের মাথায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ প্রকল্পের কাজ শুরু করলেন।


 
এসময় সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা চিহ্নিত করা হয়। চিহ্নিত স্থাপনা আগামী ১০ দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশনা দেন তিনি।
 
গত ২৫ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে, প্রকল্পের উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘টেমস নদীর তীরে লন্ডন শহর যেমন, সুরমা নদী তীরবর্তী সিলেটকেও তেমন করে গড়ে তুলতেই প্রকল্পের কাজ শুরু হয়েছে’।
 
এরপর সুরমার তীরে নির্মিত সিটি করপোরেশনের পাবলিক টয়লেট ভেঙে তা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।