ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে এসআইসহ চার মাদকসেবী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ফুলবাড়ীতে এসআইসহ চার মাদকসেবী আটক বিজিবি সদস্যদের হাতে আটক মাদকসেবীরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শ্রী গৌতম কুমার রায় (৩৮) নামে এক পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) চার মাদকসেবীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গৌতম কুমার রায় রংপুর মাহিগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সামি গ্রামের শ্রী নগেন্দ্র নাথ রায়ের ছেলে।

 

আটক মাদকসেবীরা হলেন- নীলফামারী জেলার শাহিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৩), রংপুর কোতোয়ালি থানার শালবন মিস্ত্রি পাড়া গ্রামের আমিন মোতাহারের ছেলে কাইফি আনান হৃদম (২৭), একই জেলার জুম্মাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে সনি হোসেন (২৪)।

বুধবার (৩১ অক্টোবর) বিজিবি বাদি হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের পরে বিকেলে আদালতের মাধ্যমে আটকদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গংগারহাট বিওপির হাবিলদার আব্দুর রহিমের নেতৃত্বে মঙ্গলবার (অক্টোবর) রাত ৯টার দিকে আন্তর্জাতিক ৯৪১নম্বর মেইন পিলার নাখারজান সীমান্তে টহলে যান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গংগারহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জসিম উদ্দিন জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, আইনী প্রক্রিয়া শেষে বিজিবি দায়ের করা মামলায় আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।