ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে দিনমজুরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
রাঙ্গাবালীতে দিনমজুরের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নারিকেল গাছ থেকে বশার মৃধা (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বাইলাবুনিয়া গ্রামের একটি বাড়িতে নারিকেল গাছের আগাছা পরিষ্কারের কাজ করছিলেন দিনমজুর মৃধা।

কিন্তু একটি গাছের ওপর দীর্ঘ সময় ধরে অবস্থান করলে ওই বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। তিনি তাতে কোনো সাড়া না দিলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলা‌দেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।