ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে বিল থেকে জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
সুন্দরগঞ্জে বিল থেকে জেলের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুবাশ চন্দ্র (৪২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের সোনাইলের পার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুবাশ একই ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত সতীশ চন্দ্রের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন থেকে নিখোঁজ ছিলো সুবাশ। শুক্রবার স্থানীয়রা বিলে তার মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার মর্গে পাঠিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।