ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘলা আকাশে ছিটেফোঁটা বৃষ্টি, উন্নতি শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
মেঘলা আকাশে ছিটেফোঁটা বৃষ্টি, উন্নতি শনিবার মেঘলা আকাশের ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে মৌসুমের লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং কোথায় কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রাও কিছুটা কমে এসেছে।

আবহাওয়া অফিস বলছে, বিদ্যমান অবস্থা আর একদিনের মধ্যে উন্নতি হবে। এই মুহূর্তে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই।


 
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলানিউজকে বলেন, ঢাকাসহ দক্ষিণের খুলনা, বরিশাল এলাকায় আকাশ মেঘলা ও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। শনিবার (০৩ নভেম্বর) থেকে পরিস্থিতির উন্নতি হবে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
এদিকে, নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হবে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং তার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর নদী অববাহিকা এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।