ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার-ছবি-বাংলানিউজ

খুলনা: সুন্দরবনে জবাই করা হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়েছে। রোববার (১১ নভেম্বর) সকালে কোস্ট গার্ড বাহিনীর পশ্চিম জোনের বিসিজি স্টেশন হারবারিয়ার একটি টহল দল মোংলা উপজেলার সুন্দরবনের মিরগামারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।  

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে জবাই করা হরিণের মাংস ১০ কেজি, একটি হরিণের মাথা এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণের মাংস, মাথা এবং চামড়া চাঁদপাই ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রি করে, যা সুন্দরবনের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিস্বরূপ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।