ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীর হাতিরঝিল ও কদমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) ভোরে কদমতলীতে ও রোববার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- লক্ষীপুর রামগতি উপজেলার মৃত সাইদুল হকের ছেলে ইয়াসিন আরাফাত (২৭) ও ট্রাকের হেলপার মনির হোসেন (৩৫)।

মনির হোসেন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বাসিন্দা।

নিহত আরাফাতের ভাগিনা রেদোয়ান হোসেন বাংলানিউজকে জানান, কয়েকজন বন্ধুসহ তার মামা (আরাফাত) মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে যান। সেখানে মহানগর প্রজেক্ট সংলগ্ন ওভারব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় লাগে। ঘটনার সময় তার মামা মোটরসাইকেলে একাই ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আরাফাত বর্তমানে স্ত্রী উর্মিকে নিয়ে কামরাঙ্গীরচর আলী নগর এলাকায় থাকতো।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এদিকে, কদমতলী লাল মসজিদ সংলগ্ন মেইন রাস্তায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার মনির হোসেনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী মোহাম্মদ হারুন জানান, ভোরে লাল মসজিদ এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের হেলপার মনির হোসেন গুরুতর আহত হন। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিম জানান, ঘটনার পরপরই ট্রাক দু’টিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ময়না-তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।