ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
মানুষ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশে দারুন উন্নতি হয়েছে। দেশ এখন উন্নয়নের ধারায় আছে। এখন আর মানুষ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। আশা করি, মানুষ দুর্নীতিবাজদের ভোট দেবে না।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় এক নির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  

দুদক চেয়ারম্যান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যাও ভুল তথ্য দিলে তা খতিয়ে দেখবে দুদক।

এছাড়া নির্বাচন কমিশনে প্রার্থী ও পরিবারের সদস্যদের জমা দেওয়া সম্পদ বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) থাকা তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হবে। তবে এসব প্রক্রিয়া নির্বাচনের পর হবে।

ইকবাল মাহমুদ বলেন, ‘এ কথা স্বীকার করতেই হবে, দেশে দুর্নীতি আছে সত্য। তবে দেশের অনেক উন্নতি হয়েছে। মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়। এ লক্ষ্যেই দুদক কাজ করছে। ’

হলফনামায় ভুল তথ্যের প্রমাণ পেলে দুদক কার্যকর সংস্থার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে। যেখানে দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে, সেখানেই ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।