ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপীবাগে বখাটের বঁটির কোপে স্কুলছাত্রীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
গোপীবাগে বখাটের বঁটির কোপে স্কুলছাত্রীর মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন সোহেল। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগে সোহেল (২৫) নামে এক বখাটের বঁটির কোপে শারমিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী থানাধীন গোপীবাগের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে বখাটে সোহেল পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন নুর রশিদ বাংলানিউজকে জানান, নিহত শারমিন স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেণির ছাত্রী এবং পরিবারে সঙ্গে সূত্রাপুর কে এম দাসলেন এলাকায় থাকতো। তার বাবার নাম মৃত আবদুর সাত্তার।  

এসআই আরো জানান, শারমিন একাই বাসা থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলো। এ সময় ওই বখাটে শারমিনের ঘাড়ে বঁটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পুলিশ বলছে, বখাটে সোহেল শারমিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো। ঘটনাস্থল থেকে বঁটি জব্দ করা হয়েছে।  
ময়না তদন্তের জন্য মরদেহ মিটফোট হাসপাতালে পাঠানো হয়েছে ও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই হারুন নুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।