ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ডাক বিভাগের কর্মচারীদের মাসিক ভাতা বাড়লো ৭৭ শতাংশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ডাক বিভাগের কর্মচারীদের মাসিক ভাতা বাড়লো ৭৭ শতাংশ  ডাক বিভাগের লোগো

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা ৭৭ শতাংশ বাড়ানো হয়েছে। ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী এ সুবিধা পাবেন। 

সম্মানী পুনঃনির্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার সম্মানী বর্তমান ৩ হাজার ৩শ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৮৪১ টাকা হয়েছে। ইডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৫২০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৪৬০ টাকা, ইডিডিএ পদমর্যাদার কর্মচারীদের ২ হাজার ৪৬০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।



ইডিএমসি পদমর্যাদার কর্মচারীদের বেতন ২ হাজার ৩৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ১৭৭ টাকা এবং অন্য ইডি কর্মচারীদের ২ হাজার ২৬০ টাকা থেকে বেড়ে ৪ হাজার টাকায় উন্নীত হয়েছে। গড়ে পাঁচ ক্যাটাগরির কর্মচারীদের সম্মানীভাতা বৃদ্ধির এ হার ৭৭ শতাংশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানায়। দীর্ঘ তিন মাস যাচাই-বাছাই শেষে গত ২৫ নভেম্বর এ আদেশ জারি হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ডাক বিভাগের অবিভাগীয় এসব কর্মচারীদের সম্মানী বাড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিভাগীয় ডাক কর্মচারীদের সম্মানী ২০১৩, ২০১৬ সালে আরও দুই দফা বাড়িয়েছেন। এর আগে ২০০৮ সাল পর্যন্ত ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ছিল ৯৭৮ এবং ৬৭৪ টাকা।
 
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইডি কর্মচারীদের সম্মানী ৮৫ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত করেন। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ৮৮৯ টাকায় উন্নীত করেন।

ডাকঘরকে পোস্ট ই সেন্টারে রূপান্তরিত করেন। ডিজিটাল গ্রামীণ ডাকঘর পরিচালনায় ইডি কর্মচারীদের ডিজিটাল উপযোগী করে তৈরির জন্য সংশ্লিষ্টদের তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। তাদের ডিজিটাল উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।