ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্র‌মিকের মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্র‌মিকের মৃত্যু 

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের ‌কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক নির্মাণশ্র‌মিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।  

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে কোনাবাড়ী এলাকায় রনু সুপার মার্কেটের ভবনের ছাদে কনস্ট্রাকশনের কাজ কর‌ছিলেন ওই শ্র‌মিক।

একপর্যায়ে রড নিয়ে নিচে নামার সময় মার্কেটের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন কর্মকর্তা মো. জা‌কির হোসেন ‌বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।