ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
বরগুনায় বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

বরগুনা: বরগুনায় বাবা-মাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে ছেলে ননীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।  

এরআগে, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মান্নান ও তার স্ত্রী ফাতেমা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।