ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
মানিকগঞ্জে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড প্যাকেজিং কারখানায় অগুন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে ‘জ্যোতি প্যাকেজিং’ নামে একটি কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার দু’টি চৌচালা টিনের ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের বাজার টিনপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জ্যোতি প্যাকেজিং কারখানার স্বত্বাধিকারী রঞ্জিত কুমার সেন বাংলানিউজকে জানান, সাপ্তাহিক ছুটির দিনে কারখানাটি বন্ধ ছিল।

দুপুরে কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কারখানার মেশিপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও এ ঘটনায় দু’টি টিনের ঘর পুড়ে গেছে বলেও জানান রঞ্জিত কুমার।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।