ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ৩০ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ৩০ ঘর পুড়ে যাওয়া ঘরের ধ্বংসাবশেষ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি টিনের ঘর পুড়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেছেন পার্শ্ববর্তী একটি পেপার কারখানায় কর্মরত সাড়ে ৩শ শ্রমিক-কর্মচারী।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাওঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাত্তার ও মনির হোসেন নামে দুই প্রভাবশালী সাওঘাট ফ্লাইওভার সংলগ্ন সরকারি খাস জমি দখল করে ৩০টি টিনের ঘর নির্মাণ করে।

সেসব টিনের ঘর গোডাউন হিসেবে স্থানীয় কয়েকজন অবৈধ পলিথিন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়। সেখানে অবৈধ পলিথিন ব্যবসার আড়ালে মাদক বেচা-কেনা, সেবন ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো ওই ব্যবসায়ীরা।

সকাল সাড়ে ১০টার দিকে একটি টিনের ঘরে প্রবেশ করে একদল মাদকসেবী। হঠাৎ সেই ঘরে আগুন লেগে গেলে তারা পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে সে আগুন আশপাশের অন্য টিনের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এছাড়া আগুনে পার্শ্ববর্তী জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেড কারখানার গ্লাস ফেটে গেলে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ওই ৩০টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পেপার কারখানার আইনজীবী শরিফুজ্জামান বাংলানিউজকে জানান, সরকার অনুমোদিত এ কারখানায় ব্যাংকের চেক, সার্টিফিকেট, স্ট্যাম্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরি করা হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, মাদকসেবী ও ব্যবসায়ীসহ অসামাজিক কার্যকলাপে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ধরনের অবৈধ স্থাপনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।