ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে যোগ দিলেন সাঈদা তাসনিম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে যোগ দিলেন সাঈদা তাসনিম সাঈদা মুনা তাসনিম। ফাইল ফটো

ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাঈদা মুনা তাসনিম। 

শুক্রবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্য হাইকমিশন থেকে ঢাকায় পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।  

তিনি গত সোমবার সেখানে যোগ দিয়েছেন।

সাঈদা মুনা তাসনিম এর আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাদার কূটনীতিক সাঈদা তাসনিম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন সাঈদা তাসনিম।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনকূটনীতি ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে সাঈদা তাসনিম তিন সন্তানের জননী।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।