ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামায়াত-শিবির রুখে দেওয়ার আহ্বানে মার্কিন কংগ্রেসে বিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
জামায়াত-শিবির রুখে দেওয়ার আহ্বানে মার্কিন কংগ্রেসে বিল

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতাবিরোধী দল জামায়াত ও এর ছাত্রসংগঠন ছাত্র শিবিরকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিল উত্থাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য জামায়াত-শিবিরকে হুমকি উল্লেখ করে এমন আহ্বান জানানো হয়েছে বিলটিতে।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য মতে, গত ২০ নভেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি উত্থাপন করেছেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান জিম ব্যাংকস। গত অক্টোবরেই রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন।

কংগ্রেসম্যান জিম ব্যাংকস ‘বাংলাদেশে সক্রিয় ধর্ম-রাষ্ট্রিক সংগঠনগুলোর সৃষ্ট গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ’ শীর্ষক বিলটিতে বলেছেন, বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ও ছাত্রশিবির ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। এতে ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ৪৯৫টি সংখ্যালঘুর বাড়ি ধ্বংস করা হয়। ৫৮৫টি দোকানে হামলা ও লুট এবং ১৬৯টি উপাসনালয় ভাঙচুর করা হয়।

জামায়াতের কর্মীরা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে জড়িত উল্লেখ করে বিলে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানানো হয় বিলটিতে।

উত্থাপিত বিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে হতাহতদের কথা এবং বাংলাদেশ যে ধর্ম-নিরপেক্ষ গণতান্ত্রিক চেতনার ওপর প্রতিষ্ঠিত তাকে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে এবং একটি ধর্ম-নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে উল্লেখ করে বিলে বলা হয়, ‘এই স্বাধীনতা অর্জিত হয় প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু, এক কোটির বেশি মানুষের উদ্বাস্তু হওয়া ও দুই লাখ নারী ধর্ষিত হওয়ার বিনিময়ে। আর এর অনেক ঘটনা ঘটেছে জামায়াতের নেতৃত্বে উগ্রবাদীদের হাতে। ’

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর উপর্যুপরি হামলা ধর্মীয় সহিংসতা বাড়াচ্ছে এবং জামায়াত ও ছাত্রশিবিরসহ উগ্র মৌলবাদী সংগঠনগুলোর সৃষ্ট ক্রমবর্ধমান অস্থিতিশীলতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করা হয় বিলে।

এছাড়াও বিলে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ও পররাষ্ট্র দফতরকে জামায়াত-শিবিরসহ উগ্র-মৌলবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত সব গ্রুপের সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব ও তহবিল ব্যবস্থাপনা বন্ধ করার আহ্বান জানানো হয়।

কংগ্রেসের ওয়েবসাইটে বলা হয়েছে, পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য বিলটি হাউজ রেজ্যুলেশন-১১৫৬ পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে রেফার করা হয়েছে।  

এ বিলকে স্বাগত জানিয়ে মার্কিন থিংকট্যাংক মিডল ইস্ট ফোরাম (এমইএফ) এক বিবৃতিতে বলেছে, ‘জামায়াত একটি প্রভাবশালী ও বিপজ্জনক গ্রুপ, যাদের সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ’

আদালতের একটি আদেশ অনুযায়ী, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জামায়াতের নিবন্ধন গত অক্টোবরে বাতিল করে নির্বাচন কমিশন। তারও আগে ২০১৩ সালের আগস্টে একটি আবেদনের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।